সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


উন্নয়নের জোয়ারে ভাসবে কাশ্মীর: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৭০ ধারা লোপের পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাস শেষ হয়ে যাবে বলে আগেই দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বললেন, ‘সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ নিয়ে অনেকদিন ধরেই লড়ছিলেন কাশ্মীরের মানুষ। ৩৭০ ধারা রদের পর থেকে এই সন্ত্রাস নির্মূল হবে। গোটা উপত্যকা জুড়ে উন্নয়নের জোয়ার বইবে’। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটে দেয়া এক ভাষণে একথা বলেন মোদি।

আজ বৃহস্পতিবার থেকেই জম্মু-কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করেছে। মোদির তার ভাষণেও উঠে আসে এই কথা। ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপায়িত করার ফলে কাশ্মীরের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে জোর দেওয়া যাবে বলে জানান মোদি।

সর্দার বল্লভভাই প্যাটেলের দেখানো পথে দেশবাসীকে এগিয়ে চলার ডাক দেন তিনি। দেশের ঐক্য ও সংহতি অক্ষুণ্ণ রাখার ডাক দেন তিনি। এরপরেই বিরোধীদেরও একহাত নেন মোদি। তিনি বলেন, ‘গণতন্ত্রে এটাই নিয়ম যে সবাই একমত হবেন না।

পাকিস্তানের বিরুদ্ধে মোদি বলেন, ‘সারাদেশে এখন একতার সুর। কিন্তু এর মাঝেও পাকিস্তান জম্মু-কাশ্মীরের শান্তি, শৃঙ্খলা নষ্ট করার ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে’।

তিনি বলেন, ‘৩৭০ ধারা রদের ফলে উপকৃত হবেন কাশ্মীরের সাধারণ মানুষ। সন্ত্রাস নির্মূল হবে। উপত্যকায় ধীরে ধীরে শান্তি ফিরবে। কাশ্মীরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিদ্ধান্ত। রাস্তাঘাট, রেলপথের উন্নয়ন হবে।

কর্মসংস্থানের ক্ষেত্রে খুলে যাবে নতুন দিগন্ত। যুগ যুগ ধরে সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদীদের আঁতুড়ঘরে পরিণত হওয়া কাশ্মীরে এক নবযুগের সূচনা হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ