শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


জেরুসালেমের কবি নূরীর ইন্তেকালে এরদোগানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূন্যময়ী নগরী জেরুসালেমকে নিয়ে অসংখ্য কবিতা লেখা তুর্কি কবি নূরী বাকডিল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) ৮৫ বছর বয়সে বিখ্যাত এই কবির ইন্তেকাল হয়।

এদিকে তুর্কি কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় এই কবির প্রয়াণে শোক জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। টুইটারে জানানো এক শোকবার্তায় এরদোগান বলেন,'সাহিত্যাঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন জনাব নূরী বাকডিল, আমরা তার জন্য রহমতের দোয়া করি,আল্লাহ যেন জান্নাতকে তার আশ্রয়স্থল বানান।’

পবিত্র নগরী জেরুসালেমের স্বপক্ষে ধারাবাহিক অবস্থান নেয়া এবং জেরুসালেমের স্বাধীনতার জন্য অসংখ্য কবিতা লেখার জন্য নূরী বাকডিলকে 'শা'য়েরুল কুদস' বা জেরুসালেমের কবি উপাধিতে ভূষিত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ সময় তিনি ইনসাফের সঙ্গে জেরুসালেম ইস্যুতে কথা বলেছেন নির্ভয়ে।

আল কুদস অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ