সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


টুইটারে বিশ্ব নেতাদের কাতারে ষষ্ঠ স্থানে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ইমরান খানের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ, বিশেষ করে টুইটারে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে জনপ্রিয়তার দিক দিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। বর্তমানে তার ফলোয়ার ১ কোটি ৪৭ লাখের বেশি।

গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে (ইউএনজিএ) কাশ্মীর ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার পরই মূলত তার ফলোয়ার বাড়তে থাকে হুঁ হুঁ করে। শুধু সমর্থকরাই নন, তার এ বক্তব্য ব্যাপক প্রশংসিত হয়েছে সমালোচকদের মধ্যেও।

চলতি বছরের এপ্রিলে ক্রিকেটার ও রাজনীতিবিদদের সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার তালিকায় তিনি নবম স্থানে ছিলেন।

২০১৮ সালের তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী ইমরান বিশ্বের ৫০ প্রভাবশালী নেতাদের মধ্যে পঞ্চম এবং টুইটারে ৫০ জন নেতার মধ্যে নবম স্থান অর্জন করেছেন। ওই বছর টুইটার ফলোয়ারের সংখ্যায় তিনি বিশ্বনেতাদের মধ্যে দশম হয়েছিলেন। এবার সেখান থেকে চার ধাপ উপরে উঠে এসেছেন।

এই মুহূর্তে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ৬৫.৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে। ভারতের নরেন্দ্র মোদী ৫০.৬ ফলোয়ার নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। মিলিয়ন এবং পোপ ফ্রান্সিস ১৮.১ মিলিয়ন ফলোয়ার নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।

এছাড়া চতুর্থ স্থানে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার ফলোয়ার ১৪.১ মিলিয়ন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোডো ১২.২ মিলিয়ন ফলোয়ার নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ