আওয়ার ইসলাম: অনলাইনে সন্ত্রাসবাদ প্রচারের মাধ্যমে যাতে ক্রাইস্টচার্চের মসজিদে চালানো হত্যাযজ্ঞের মতো সন্ত্রাসী ঘটনা আর না ঘটে, সেজন্য নিউজিল্যান্ডে গোয়েন্দা নজরদারির জন্য বিশেষ টিম গঠন করা হচ্ছে।এছাড়াও এ টিম সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু পর্নোগ্রাফি ও ঘৃণা ছড়ানো পোস্ট মুছে ফেলবে।
সোমবার (১৪ অক্টোবর) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দার আর্ডেন এ ঘোষণা দেন।
মার্চে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী নিউজিল্যান্ডের দুই মসজিদের ৫১ মুসল্লিকে গুলি করে হত্যা করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করে।
এভাবে যাতে ধর্মান্ধ, বর্ণবাদী ও সন্ত্রাসীরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্বে সন্ত্রাসবাদের বিষবাষ্প ছড়াতে না পারে, এ জন্য ঘটনার পর থেকেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেন তিনি। আর যেন কোনো সন্ত্রাসী সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সন্ত্রাসবাদ ছড়াতে না পারে।
ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ বর্ণবাদীর চালানো নৃশংসতার লাইভ স্ট্রিমিংয়ে ১৫ লাখ পোস্ট ২৪ ঘণ্টার মধ্য ফেসবুক থেকে সরিয়ে ফেলতে বাধ্য করেন জাসিন্দার।
জাসিন্দার আর্ডেন বলেন, এ টিমের অনুসন্ধান, ফরেনসিক ও গোয়েন্দা শাখার জন্য ১৭ জন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ট্র্যাসি মার্টিন বলেন, অনলাইনে আপত্তিকর কিছু পেলেই তা দ্রুত মুছে ফেলা হবে।
-এএ