রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, যে কোনো সময় ভয়ানক সহিংসতার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিকের দাবি করলেও গণমাধ্যমকর্মীদের দাবি পুরো উল্টো। বিবিসি ও রয়টার্সের মতো সংবাদমাধ্যমগুলোর মতে, সরকারের পক্ষ থেকে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হলেও মূলত অহিংস প্রতিবাদ আর চাপা ক্ষোভে ফুঁসছে উপত্যকাটির জনগণ।

যে কোনো মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত নিরাপত্তাবাহিনীর সদস্যের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সহিংস সংঘর্ষ হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ‘ডন’।

‘ডন’ জানিয়েছে, শনিবার শ্রীনগরে গ্রেনেড হামলায় এক নারীসহ আটজন হত্যার ঘটনায় কাশ্মীরবাসীর মনে তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে। প্রয়োজনে সহিংস আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তারা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকার দাবি করছে কাশ্মীর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কিন্তু শনিবার (১২ অক্টোবর) চার সমাজকর্মীর একটি দল জম্মু-কাশ্মীর ঘুরে এসে জানিয়েছেন, সরকারি বয়ানের চেয়ে বাস্তবের কাশ্মীর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রকৃতপক্ষে উপত্যকাটি নীরব প্রতিবাদে ফুঁসছে।

মনোবিদ অনিরুদ্ধ কালা, জনস্বাস্থ্যকর্মী ব্রিনেল ডিসুজা, সাংবাদিক রেবতী লাউল ও সমাজকর্মী শবনম হাসমি কাশ্মীরের রাজনৈতিক নেতা, আমলা, গৃহবধূ, স্কুলশিক্ষক, ব্যবসায়ী, ট্যাক্সিচালক, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজকর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলেন।

বিশেষ মর্যাদা বাতিলের পর হিংসার প্রকোপ দেখা না যাওয়াকে কাশ্মীরিদের দাঁতে দাঁত চেপে সহ্য করে যাওয়া বলে জানান তারা।

তাদের মতে, কাশ্মীরবাসীরা নিজ থেকেই দোকানপাট, অফিস বন্ধ রেখেছেন। সরকারের পক্ষে থেকে কাশ্মীরিদের মুখ বন্ধ করে রাখার পাশাপাশি তারা ভালো আছে বলে গণমাধ্যমকে বলতে বাধ্য করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ