আওয়ার ইসলাম: জমিয়তে ওলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, আজাদি আন্দোলনে সহিংসতার পথ আবলম্বন করলে আমরাও কঠোর হতে বাধ্য হবো।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজের বরাতে জানা যায়, আজ রোববার আগামী ২৭ অক্টোবরের আজাদি আন্দোলনের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত দলের প্রধানদের সম্বোধন করে জেআইআইএফ প্রধান বলেন, তার দলের কর্মীরা তাদের অধিকারের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিয়েছে।
আমাদের দলের কর্মীরা সবসময় সংবিধানকে সম্মান করে এসেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমরা সহিংসতা চাই না।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীরা মাওলানা ফজলুর রহমানকে গার্ড অফ অনার মেনে জীবন দিয়ে হলেও নেতৃত্ব রক্ষার শপথ নেয়।
এ পদযাত্রার রাজনৈতিক সমর্থন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানের সমস্ত দল এখন একই কাতারে ঐক্যবদ্ধ।কাশ্মীরিদের সাথে সংহতি জানাতে ২৭ অক্টোবর মার্চ শুরু হবে।
জেআইআইএফ নেতা আরো বলেন, তিনি এ পদযাত্রায় সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছেন। এটি কেবল একটি রাজনৈতিক দল নয়, গোটা জাতি, ইসলামাবাদে আসছে, তিনি আরও বলেন, আমরা দেশের ভালোর জন্য শান্তির নিশ্চয়তা চাইছি।
তিনি সরকারকে আরো বলেন, আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা দেশের কোনো ক্ষতি করবো না কোনোদিনও। আমরা শুধু আমাদের অধিকার আদায়ে আন্দোলন করছি।
ডন নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি