রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

জাপানে ধেয়ে আসছে হাগিবিস, ১৬০০ ফ্লাইট বাতিল, এক জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের দিকে ধেয়ে আসা সুপার টাইফুন হাগিবিস ১৯৫৮ সালে আঘাত হানা টাইফুন কানোগাওয়া থেকেও শক্তিশালী হতে পারে। কানোগাওয়া টাইফুনে বারো শতাধিক মানুষ নিহত হয়েছিল।

বিবিসির বরাতে জানা যায়, এ টাইফুনের প্রভাবে রাজধানী টোকিওতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে ব্যপক প্রস্তুতি নিয়েছে জাপান সরকার। এরমধ্যে একজেনের মৃৃত্যু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা হাগিবিস জাপান উপকূলের প্রায় কাছাকাছি চলে এসেছে।

গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে বন্যা এবং ভূমিধ্বসও ঘটবে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া সংস্থা।

প্রতিকূল আবহাওয়ার জন্য ইতোমধ্যেই প্রায় ১৬০০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফোর্বস।

ফিলিপাইনের শব্দ ‘টাগালগ’ থেকে উৎপত্তি শব্দ হাগিবিস এর অর্থ ‘গতি’। শক্তিশালী টাইফুনটি শনিবার জাপানের অন্যতম জনবহুল দ্বীপ হোনসুতে আঘাত হানতে পারে।

ইতোমধ্যে সেখানকার দোকানপাট, কল-কারখানা ও ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। আজ থেকে দেশটিতে রাগবি ওয়ার্ল্ড কাপ ও ফরমুলা ওয়ান গ্রান্ড প্রিক্স শুরু হবার কথা থাকলেও টাইফুনের কারণে ব্যাহত হচ্ছে।

ঝুঁকিতে থাকা এলাকার সকলকে নিরাপদে অন্য স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। প্রস্তুতি হিসেবে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করছে। বেশ কিছু উপকূলীয় এলাকার আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

গতমাসে ফেক্সাই নামের টাইফুনের আঘাতে দেশটির বেশ কিছু এলাকাজুড়ে অন্তত ৩০ হাজার বাড়িঘর ধ্বংস হয়। যেগুলোর পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই আরেকটি টাইফুন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে দেশটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ