আওয়ার ইসলাম: কাশ্মীরিদের আজাদিতে আাবারও সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছেন তিনি।
শুক্রবার (১১ অক্টোবর) কাশ্মীরিদের স্বাধীনতার অধিকার আদায়ের দাবি সমর্থন জানাতে পাকিস্তানের হাজার হাজার সাধারণ নাগরিক ইমরানের ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন।
এ সময় তাদের হাতে পাক নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পতাকাও ছিল। মানববন্ধনে ইমরান খান ও তার মন্ত্রিসভার সদস্যরাও যোগ দিয়েছিলেন।
সাংবাদিকদের কাছে চলমান কাশ্মীর ইস্যুতে সংবাদ প্রকাশের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। তিনি অভিযোগ করে বলেন, বিশ্ব মিডিয়ায় চীন-হংকং ইস্যুটি যেভাবে স্থান পেয়েছে, কাশ্মীর সংকটটি সেভাবে প্রকাশিত হয়নি।
তিনি বলেন, দুই মাসের বেশি সময় পেরিয়ে গেছে, ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত ৮০ লক্ষাধিক কাশ্মীরি পুরুষ, মহিলা ও শিশুদের বন্দি করে রেখেছে। যদিও বিশ্ব মিডিয়া হংকংয়ের বিক্ষোভগুলোকে তাদের প্রধান শিরোনাম দিয়েছে এবং ভারত অধিকৃত কাশ্মীরের ভয়াবহ মানবাধিকার সংকটকে উপেক্ষা করছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল মোদী সরকার। যার প্রেক্ষিতে পরবর্তীকালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিতর্কিত লাদাখ ও জম্মু-কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানানো হয়।
এসবের মধ্যেই চলমান কাশ্মীর ইস্যুতে পাক-ভারত মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে একে একে ভারত সরকারের সঙ্গে বাণিজ্য, যোগাযোগসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে প্রতিবেশী পাকিস্তান। যদিও সংকটময় পরিস্থিতিতে ভারত পাশে পেয়েছে রাশিয়াকে এবং পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ইরান ও এশিয়ার পরাশক্তি চীন।
-ওএএফ/এএ