সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কাশ্মীরে ফের গ্রেনেড হামলায় নিহত ৩, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগরে একটি বাজারে গ্রেনেড হামলায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট বাজারের ভিড় লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে হামলাকারীরা।

এনডিটিভি-এর খবরে বলা হয়, এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হামলায় আহত ৭ জনকে শ্রীনগরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরপরই বাজারসহ আশেপাশের এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, এ ঘটনায় আহত ৭ জনকেই হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ওই এলাকার বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে কয়েকজন বিক্রেতা কয়েকটি অস্থায়ী দোকান বসিয়ে প্রয়োজনীয় নানা সামগ্রী বিক্রি করছেন।

জম্মু-কাশ্মীরে অবরুদ্ধ অবস্থার মধ্যে কঠোর নিরাপত্তা সত্ত্বেও এ হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত ৫ অক্টোবরও জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে হওয়া ওই হামলায় কমপক্ষে ১৪ জন আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ