আওয়ার ইসলাম: চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার ইহুদি আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি আইন কেন্দ্রের পরিসংখ্যানের তথ্য অনুসারে, জানুয়ারির শুরু থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১৭,৮৭৮ জন চরমপন্থি ইহুদি আল আকসা মসজিদের পবিত্রতার অবমাননা করে তাতে হামলা চালিয়েছে।
ইহুদিবোদি ইসরায়েলি জুন এবং আগস্ট মাসে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় সর্বাধিক হামলা চলিয়েছে। এ দুই মাসে ৩৪১০ ইহুদি এই মসজিদে প্রবেশ করে মসজিদের অবমাননা করেছে।
আল-আকসা মসজিদে ইহুদিবাদিদের আগ্রাসন সাথে সাথে জেরুসালেম থেকে ফিলিস্তিনের ২২৫ জনকে বের করে দিয়েছে। অক্টোবরের শুরু থেকে কয়েকশো ইহুদি আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে।
-এটি