আওয়ার ইসলাম: দু’মাসেরও বেশি সময় পর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর ভ্রমনে পর্যটকদের জন্য থাকা বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে পুনরায় পর্যটকদের জন্য খুলে গেলে কাশ্মীরের দরজা।
বুধবার (৯ অক্টোবর) রাজ্যের এক সরকারি আদেশে জুম্মু-কাশ্মীরে পর্যটকদের ভ্রমণ সুবিধা পুনরায় চালুর ঘোষণা দেয়া হয়।
আদেশে বলা হয়, যারা রাজ্যের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখতে চায় তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও লজিস্টিক সাহায্য নিশ্চিত করা হবে।
এর আগে ৭ অক্টোবর রাজ্যের মুখ্য সচিব ও উপদেষ্টাদের সঙ্গে 'নিরাপত্তা পরিস্থিতি' মূল্যায়ন করে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে বলে জানিয়েছিলেন গভর্নর সত্যপাল মালিক।
সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে কর্তৃপক্ষ সুরক্ষা সতর্কতা জারি করার পরেই চলতি বছরের আগস্টের শুরুতে হাজার হাজার পর্যটক, তীর্থযাত্রী, শ্রমিক ও অন্যান্য রাজ্যের শিক্ষার্থীদের জম্মু ও কাশ্মীর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছিল। সূত্র: আনন্দবাজার
-এএ