আওয়ার ইসলাম: সিরিয়ায় ফুরাত নদীর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হটিয়ে নতুন করে শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশ নিয়েছে তুর্কি সেনাবাহিনী। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাহায্য চেয়ে তুরস্কসহ উত্তর ম্যাসোডোনিয়া ও সেনেগালের একাধিক মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয় আজ।
বৃহস্পতিবার বাদ ফজর মসজিদগুলোতে সূরা ফাতাহ ও মাসনুন দোয়া-দরূদ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দোয়ার আয়োজন করে তুর্কী ধর্ম মন্ত্রণালয়। তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েনি শাফাক-এর খবর।
খবরে বলা হয়, তুর্কি ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব সহকারে এই অনুষ্ঠান পরিচালনা করে। তুরস্কের অন্তত ৮১ টি শহরের কয়েকশো মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানী আঙ্কারার হাজি বাইরাম ওয়ালি মসজিদ অনুষ্ঠিত দোয়ায় উপস্থিত ছিলেন তুর্কি সংসদ-নেতা মুস্তফা শানতুব এবং ধর্মীয় বিষয়ক প্রধান উপদেষ্টা আলি আরবাশসহ আরও অনেকে।
ইয়েনি শাফাক আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/