আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রে এক বিজেপি নেতা ও তার পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। গতকাল রোববার মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার পাঞ্জাবরাও উগালে বলেছেন, একদল অজ্ঞাত দুষ্কৃতি জলগাঁওয়ের ভূসাভালে বজেপি নেতা রবীন্দ্র খারতের (৫৫) বাড়িতে হামলা করে। হামলাকারীরা বিজেপি নেতা রবীন্দ্র খারাত, তার ছেলে ও বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং পরে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় রবীন্দ্র খারাত, তার ভাই সুনীল বাবুরাও খরত (৫৬), ছেলে প্রেমাসাগর রবীন্দ্র খারাত (২৬), ছোট ছেলে রোহিত খারাত (২৫) ও ছেলের বন্ধু সুমিত গজরে নিহত হয়েছেন।
এছাড়াও রবীন্দ্র খারতের স্ত্রী রজনী খরাট এবং তার তৃতীয় পুত্র হিতেশ ও অপর এক আত্মীয় গুরুতর আহত হয়েছেন৷ তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেলে রবীন্দ্র খারতের বাড়িতে ঢুকেছিল৷ বিষয়টি পারস্পরিক শত্রুতার বলে মনে হচ্ছে। এ মামলায় ভূসাওয়াল পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ হামলাকারীদের জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে পুলিশ একে অপরের শত্রুতার বিষয়টি হিসাবে বিবেচনা করছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, কলকাতা টাইমস, জি নিউজ
-এএ