শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


শুধু বক্তৃতার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হবে না: পাক জামাত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। রোববার লাহোরে ’কাশ্মীর বাঁচাও’ আন্দোলনে বক্তৃতাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেগশ্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, জম্মু কাশ্মীরের সাধারণ মানুষদের ওপর ভারত সরকার বর্বর নির্যাতন চালাচ্ছে এবং সেখানে শতাধিক কাশ্মীরিকে শহীদ করা হয়েছে, ৩০০ শতাধিক কাশ্মীরি নারীকে অপহরণ করা হয়েছে। কার্যকরী পদক্ষেপ না নিয়ে শুধু বক্তৃতার মাধ্যমে কাশ্মীরের এ সমস্যার সমাধান হবে না।

পাকিস্তানের জামায়াত আমির বলেন, গত ২৭ সেপ্টেম্বর থেকে আজ ৬ অক্টোবর পর্যন্ত কাশ্মীরে কারফিউ চলছে। বর্তমানে জম্মু- কাশ্মীরের জনগণ পাকিস্তানের দিকে তাকিয়ে আছে।

এ সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খান ড. আফিয়া সিদ্দিকীকে নিয়ে কোন কথা না বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিরাজুল হক।

সূত্র: ডেইলি পাকিস্তান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ