আওয়ার ইসলাম: দীর্ঘ চেষ্টার পরও ভারত অধিকৃত কাশ্মীরে ঢুকতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর ক্রিস ভ্যান হোলেন। মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, কিছু লুকানোর না থাকলে কাশ্মীরে প্রবেশের অনুমতি দিতে কেন ভয় পাবে দিল্লি?
গত শুক্রবার (৪ অক্টোবর) দিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। সে হিসেবে এক সপ্তাহ আগে থেকে আবেদন জানিয়ে রেখেছিলাম। কিন্তু তা সত্ত্বেও অনুমতি মেলেনি। কাশ্মীরে যাওয়ার জন্য সময় এখন অনুকূল নয় বলে জানিয়ে দেয়া হয়েছে।
এ রাজনীতিক বলেন, কাশ্মিরে গিয়ে নিজের চোখে পরিস্থিতি কেমন তা দেখতে চেয়েছিলাম। ভারত সরকারের আপত্তিতে তা হয়ে ওঠেনি। কোনও কিছু লুকনোর না থাকলে, সেখানে পা রাখা নিয়ে ভয় থাকার কথা নয়। কাশ্মিরে যা ঘটছে, ভারত সরকার তা কাউকে দেখতে দিতে চায় না।
গত দুই মাস ধরে ওই উপত্যকাকে কার্যত অবরুদ্ধ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন।
সম্প্রতি ভারত সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় এ সিনেটর গত বৃহস্পতিবার ও শুক্রবার দিল্লিতে একাধিক আমলা ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর এক সপ্তাহ আগে ভারত সরকারকে চিঠি দিয়ে কাশ্মিরে প্রবেশের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার অনুমতি না পাওয়ায় তিনি দিল্লির সমালোচনা করেছেন।
এর আগেও জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তার উদ্যোগেই গত সপ্তাহে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস্ কমিটিতে জম্মু-কাশ্মীর নিয়ে একটি বিশেষ বিল গৃহীত হয়।
এতে উপত্যকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কাশ্মিরের সর্বত্র কারফিউ প্রত্যাহার করা, সব বন্দিদের মুক্তি দেয়া, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জম্মু-কাশ্মীরে রাজনৈতিক নেতাদের আটকে রাখা এবং যোগাযোগ নিষেধাজ্ঞার পর বিপুল সংখ্যক মানুষকে আটক করে রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। সে সময় ভারতকে মানবাধিকারের প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ভারতীয় কর্মকর্তাদের কাশ্মীরের স্থানীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু করা এবং যত দ্রুত সম্ভব সেখানে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।
-এএ