রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল সিরাজগঞ্জের চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা জিলকদের চাঁদ দেখতে কাল বসবে কমিটি পরীক্ষা শেষে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ধানমন্ডি থেকে গ্রেফতার ইসলামী শক্তির ঐক্যের ডাক : ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের  বৈঠক দেশের ৯০ ভাগ নারী এই কমিশনের বিরুদ্ধে: আমিরে মজলিস প্রধান উপদেষ্টা বরাবর আরিফ বিন হাবিবের খোলা চিঠি

ওমরাহ করার দ্বারা কি হজ ফরজ হয়ে যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: কেউ যদি ওমরাহ করে তাহলে (এর ফলে ) তার ওপর হজ ফরজ হয়ে যাবে কি? কোন কোন আলেম বলে থাকেন তার ওপর হজ ফরজ হবে। তারা কুরআনের এ আয়াত وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًاؕ ۰۰۹۷ দ্বারা দলিল পেশ করে বলেন, যে ব্যক্তি ওমরা করবে, তার ওপর হজ করাও ফরজ হয়ে যাবে। জানার বিষয় হচ্ছে, আসলেই কি ওমরা করার দ্বারা হজ ফরজ হয়ে যায়? হলে, তার দলিল কী; না হলেও বা তার দলিল কী?

উত্তর: সাধারণত ওমরাহ করার দ্বারা (ওমরাকারীর ওপর) হজ ফরজ হয়ে যায় না। কেননা শুধু বায়তুল্লাহ শরিফ দেখলেই হজ ফরয হয়ে যাওয়ার কথা কোন কিতাবে উল্লেখ নেই। তাই কেউ হজের সময়ের আগে-পরে ওমরার উদ্দেশ্যে সেখানে গেলে তার ওপর হজ ফরজ হয়ে যাবে না।

তবে হ্যাঁ, হজের সময়ে (শাওয়াল থেকে জিলহজ মাসের ১৪ তারিখের ভেতরে।) কেউ মক্কা শরিফ বা মসজিদে হারামে উপস্থিত হলে/থাকলে তার ওপর হজ ফরজ হয়ে যাবে বলে অধিকাংশ ফুকাহায়ে কেরাম মত পেশ করেছেন।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে শামী: ৩/৪৫৫, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২১৬, বাদায়িউস সানায়ি’: ৩/৫১, ফাতাওয়ায়ে মাহমুদিয়া:১৫/৩৬০

ফতোয়া প্রদানে-ফতওয়া বিভাগ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ