শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ইয়েমেনে আমিরাতপন্থি সেনাদের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতপন্থি সেনারা ইয়েমেনের সোকোত্রা দ্বীপপুঞ্জে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে বলে দাবি জানিয়েছে ইয়েমেন সরকার। খবর ‘ মিডল ইস্ট মনিটর'-এর।

এ বিষয়ে আজ মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথিদের চলমান বিবাদের জের ধরে এই অভ্যুত্থানের চেষ্টা চালান সংযুক্ত আরব আমিরাতপন্থি সেনারা।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সাউদার্ন ট্রানজেশনাল কাউন্সিলের সৈন্যরাই এই সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে।

অভ্যুত্থানের চেষ্টা চালানো সেনারা নিরাপত্তা বিভাগের প্রধানের কার্যালয়ে হামলা চালায়। প্রথমে তারা হামলা চালায় কয়েকজন পুলিশের ওপর। তবে বেশিদূর এগোতে পারেনি তারা।

উল্লেখ্য, গত কয়েকমাসে বেশ কয়েকবার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ