আওয়ার ইসলাম: সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব সালমান আল আওদাহর মামলার সবশেষ শুনানি হতে পারে আজ।
গতকাল বুধবার (২ অক্টোবর) আল আওদাহ-পুত্র আব্দুল্লাহ আল আওদাহ জানিয়েছে, আগামীকাল (আজ) বৃহস্পতিবার তার পিতার মামলার শেষ শুনানি অনুষ্ঠিত হবে।
এক টুইটে আব্দুল্লাহ জানান, রিয়াদের বিশেষায়িত আদালতে ইতিপূর্বে যে শুনানিগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই তার পিতা উপস্থিত ছিলেন এবং আজকের দিনটিতে তার পিতার মামলার শেষ শুনানি অনুষ্ঠিত হবে বলে তার ধারণা। (আল্লাহই অধিক জ্ঞাত) তিনি তার পিতা এবং আর সব বন্দীদের মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন।
এর আগে আবদুল্লাহ জানিয়েছেন, সৌদি পাবলিক প্রসিকিউশন তার পিতার বিরুদ্ধে দাবি প্রমাণের জন্য তার বাবার টুইটার অ্যাকাউন্ট থেকে অন্তত ২ হাজার টুইট উত্থাপন করেছেন।
মূলত, সালমান আল আওদাহর বিরুদ্ধে রাষ্ট্রের মূল অভিযোগ হল, কাতারের সঙ্গে সৌদির সঙ্কটের সময় তার নিরপেক্ষ অবস্থান। আর এটা সৌদি রাষ্ট্রদ্রোহ বলে বিবেচনা করেছে।
এছাড়া তার বিরুদ্ধে একটি প্রজন্মকে অস্থিতিশীল করার অভিযোগও আনা হয় রাষ্ট্রের পক্ষ থেকে।
- গালফ৩৬৫.কো অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/