রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :

পাকিস্তানের ধর্মীয় পরিচয় বিলুপ্ত করা হচ্ছে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ধর্মীয় পরিচয় বিলুপ্ত করা হচ্ছে এবং সরকারের কথায় ও কাজে মিল নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমেলার প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি মনে করেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলই একমত যে, বর্তমান সরকারের অদক্ষতার দরুন দেশের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। খবর ডেইলি পাকিস্তানের।

আজ বুধবার (২ অক্টোবর) আসন্ন সরকার বিরোধী আন্দোলন সফল করার লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, ইমরান খানকে অভ্যর্থনা জানানোর জন্য ৫০ জন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে এসব আলেমকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা যায়।

তিনি বলেন, জেইউআই সরকার বিরোধী আন্দোলনকে থামাতে ধর্মকে ব্যবহার করেছে। সরকারের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে। প্রতিটি ধাপে সরকার আমাদের রুখতে চেষ্টা করেও চরমভাবে ব্যর্থ হয়েছে।

ফজলুর রহমান বলেন,পাকিস্তানকে ধর্ম থেকে আলাদা করা যাবেনা। খোদ সংবিধানে বলা আছে,ইসলামই রাষ্ট্রীয় ধর্ম। কারণ, ধর্ম পাকিস্তানের এমন একটি অংশ যা আইন থেকে পৃথক করা সম্ভব নয়। আর আমাদের আন্দোলন বৈধ,কেননা, আমরা একটি অবৈধ সরকারের বিরুদ্ধে লড়ছি।

ইউএনওতে দেয়া ইমরান খানের ভাষণের প্রক্রিয়ায় মাওলানা ফজলুর রহমান বলেন, তার ভাষণটি ছিল রাজনৈতিক। একদিকে তিনি প্রশ্ন করেন, পশ্চিমারা হিজাবকে কেন ঘৃণা করে? অপর দিকে তিনিই আবার সেই দিনে খাইবারপাখতুনখা থেকে বাধ্যতামূলক-পর্দার আইনকে প্রত্যাহার করে নিয়েছেন।

একদিকে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলেন, অপরদিকে এক কাদিয়ানীকে সঙ্গে নিয়ে ট্রাম্পের সাক্ষাতে যান। আসল কথা হল, নিজের অপরাধ আড়াল করতে তিনি এসব এবং কাশ্মীরকে ব্যবহার করছেন।

ডেইলি পাকিস্তানের অবলম্বনে বেলায়েত হসাইন

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ