আওয়ার ইসলাম: সৌদি আরবের শাসক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ইরাকি রাষ্ট্রপতি বারহাম সালেহকে তার দেশের স্বাধীনতার জন্য অভিনন্দন জানিয়ে শান্তির বার্তা দিয়েছেন।
আজ বুধবার বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স সৌদি জনগণ ও সরকারের পক্ষ থেকে ইরাকের রাষ্ট্রপতির সুস্থতা ও শুভ কামনা করেন। সেইসঙ্গে জনগণের শান্তি ও স্থিতিশীলতাও কামনা করেন।
সৌদি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইরাকের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন।
বার্তায় বলা হয়, ইরাকের পক্ষে সৌদি আরব সবসময় ছিলো সামনেও থাকবে। ইরাকের জনগণের সুখ-শান্তি ও কামিয়াবির আশাও প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ইরাক ব্রিটিশ শাসন থেকে ১৯৩২ সালের ৩ অক্টোবর স্বাধীনতা অর্জন করে।
-এটি