রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

সৌদি-ইরান যুদ্ধ হলে বিশ্বে কী ঘটতে পারে, জানালেন যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করলে বৈশ্বিক তেলের দাম অকল্পনীয় হারে বাড়ার আশঙ্কা রয়েছে। এমন সতর্কতা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

তিনি আরো বলেন, সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ হলে ধ্বংস হয়ে যাবে বিশ্ব অর্থনীতি।

রোববার মার্কিন গণমাধ্যম সিবিএস’র ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স বলেন, ইরানকে থামাতে শক্তিশালী ও দৃঢ় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের। অন্যথায়, দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়বে। এমনটা হলে, বিশ্বজুড়ে তেল সরবরাহ নিঘ্নিত হবে। তেলের দাম অকল্পনীয় হারে বাড়বে, যেমনটা আমরা আমাদের জীবনকালে দেখিনি।

তিনি আরো বলেন, বৈশ্বিক জ্বালানির ৩০ শতাংশের মতো উৎপাদিত হয় মধ্যপ্রাচ্যে। এছাড়া, বৈশ্বিক বাণিজ্যিক রুটের ২০ শতাংশ অঞ্চলটিতে অবস্থিত। এই অঞ্চল থেকে বৈশ্বিক জিডিপির ৪ শতাংশ আয় হয়ে থাকে। আচমকা এসব থেমে গেলে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামবে। আর তাতে কেবল সৌদি আরব বা মধ্যপ্রাচ্য আক্রান্ত হবে না, পুরো বিশ্বই আক্রান্ত হবে।

উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখ সৌদি আরবের দুটি প্রধান তেলক্ষেত্রে ড্রোন হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবে হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হয় তা। তবে সৌদি কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্র হামলার জন্য ইরানকে দায়ী করে। ইরান অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ