শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

ইতালিতে গোবরের ট্যাংকে পড়ে ৪ ভারতীয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গরুর খামারে গোবরের ট্যাংকে পড়ে চার ভারতীয়ের করুণ মৃত্যু হয়েছে। তারা সবাই শিখ সম্প্রদায়ের লোক। ইতালির উত্তরাঞ্চলীয় পাভিয়ার অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন ছিলেন ওই খামারের মালিক। আর বাকি দুইজন সেখানকার কর্মচারী। তদন্তকারীরা বলছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত খামার মালিক দুইজন হলেন- প্রেম সিং ও তার ভাই তারসেম সিং। আর দুই কর্মচারী হলেন- আরমিনদার সিং এবং মাজিনদার সিং। এরা সবাই ভারতীয় নাগরিক। পাঞ্জাব থেকে ইতালিতে গিয়েছিলেন তারা।

ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে পাভিয়া অঞ্চলে খামারটি স্থাপন করেন ওই দুই ভাই।

গত বৃহস্পতিবার ওই খামারে গোবর সারের ট্যাংক খালি করছিলেন দুই কর্মচারী। এদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকিরা ট্যাংকের ভেতর লাফ দেন।

কিন্তু সেখান থেকে তারা আর উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে। কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ