শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ইরানে ৯ বছরের শিশুকে ২২ বছরের যুবকের বিয়ের ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরানের সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলিতে ৯ বছরের শিশুকে ২২ বছরের যুবকের বিয়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার বিয়ে বন্ধে নিন্দার ঝড় ওঠেছে।

আল-আরাবিয়ার বরাতে জানা যায়, মধ্য ইরানের প্রদেশ কোহাগলিয়া বাহামাস জেলার লাক গ্রামে এ বিয়েটি অনুষ্ঠিত হয়। যেখানে উভয় পরিবারটিই মধ্যবিত্ত ছিলো। ছেলের বিয়ে ঠিক করা হয় ৯ বছরের একটি শিশুর সঙ্গে।

ভিডিওটিতে দেখা যায়, ২২ বছরের এক যুবকের সঙ্গে বিয়ের সাজে বসে আছে ৯ বছরের ছোট্ট একটি মেয়ে। মেয়েটিকে হ্যাঁ বলতে বলা হয়, মেয়েটি লজ্জায় হ্যাঁ বলতে পারে না। ছোট্ট আওয়াজের জবাবে হ্যাঁ বলে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় শিশুটির বিয়ে বন্ধে প্রচারণা চালায়, সরকারকে আবেদন করে এ বিয়ে বন্ধ করতে। বাল্য বিয়ে বন্ধ করতে আইন করতে অনুরোধ করে সরকারকে।

তবে বার্তা সংস্থা আইএসএনএ-এর খবরে বলা হয়েছে, অল্প বয়সী ছেলে ও মেয়ের পরিবারের সাথে কথা বলার পর
এ বিয়ের চুক্তি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ইরানের আইনে মেয়েদের ন্যূনতম ১৩ বছর ও ছেলেদের ১৫ বছর বয়স বিয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। সূত্র: আল-আরাবিয়া ডটনেট

https://twitter.com/IranIntl/status/1168658014590709764

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ