শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


'হিন্দু-মুসলিম পরিচয়ের উর্ধ্বে উঠে আসামবাসীর পাশে থাকবে জমিয়ত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিন্দু-মুসলিম বা ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে উঠে ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়া সকল মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী।

শনিবার (৩১ আগস্ট) আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়া সকল মানুষদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি এ আশ্বাস দেন।

সাইয়্যেদ আরশাদ মাদানী বলেছেন, যারা এনআরসি থেকে বাদ পড়েছে, তাদের চিন্তার কোনও কারণ নেই, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ... তারাও ভারতের নাগরিক হিসেবে নিজেদের নথিপত্র ও প্রমাণ পেশ করতে সক্ষম হবে।

তিনি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ সবসময়ের মতো ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়েও মানবতার পক্ষ নিয়ে সকল মানুষকে সহায়তা করবে।

মাওলানা মাদানী আরও বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টা ও সুপ্রিমকোর্টের তাগিদের কারণে এনআারসি থেকে বাদ পড়া অনেকের নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা আবারও কাগজপত্র তৈরি করে নাগরিক তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আপিল করবেন।  আমি আশা করছি, সকলের নামৈই অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ...। জমিয়তে উলামায়ে হিন্দ সবসময় আসামের মানুুষের পাশে আছে এবং থাকবে।

উল্লেখ্য, শনিবার (৩১ আগস্ট) চূড়ান্ত নাগরিকপঞ্জী বা এনআরসি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে মোট ১৯ লাখেরও বেশি মানুষের নাম। এর নিয়ে আত্মহত্যা করেছেন অনেকেই।

আসামের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাগরিক তালিকাকে ঘিরে সেখানে এ পর্যন্ত ৫৭ জন মানুষ আত্মঘাতী হয়েছেন।

সূত্র: মিল্লাত টাইমস।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ