সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


১৫-২০ মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ঐক্যমত্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালিবান শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার।

আলোচকদের মধ্যে আলাদাভাবে কথা চলছে। আফগানিস্তানে ১৮ বছর ধরে চলমান গৃহযুদ্ধ বন্ধ করে দেশটিতে স্থিতি প্রতিষ্ঠাই এ আলোচনার মূল লক্ষ্য।

টিআরটি ওয়াল্ডের বরাতে জানা যায়, গতকাল রোববারই শান্তি আলোচনার চূড়ান্ত বিষয়গুলি সমাধান করার কথা ছিলো। তবে রাতের মধ্যে আলোচনা শেষ না হওয়ায় আজ সোমবারও এ বৈঠক চলমান ছিলো।

আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে ১৫ থেকে ২০ মাসের মধ্যে। প্রাথমিকভাবে এ সিদ্ধান্তের পর আজ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

দোহার নবম দফায় আলোচনার সময় মোল্লা আবদুল গণি ব্রাদার আফগান তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন, আর খলিলজাদের নেতৃত্বে ছিলেন মার্কিন প্রতিনিধি দল।

সূত্রমতে, আলোচনা চূড়ান্ত করার পর আফগান তালিবান আলোচনার দলের উপ-নেতা মোল্লা আবদুল গনি ব্রাদার স্বাক্ষর করবেন, আর মার্কিন আফগান বংশোদ্ভূত খলিলজাদকে স্বাক্ষর করবেন।

আফগানিস্তান বিষয়ে আলোচনার সময় পাকিস্তান, রাশিয়া, চীন ও জাতিসংঘসহ প্রতিবেশী দেশগুলির প্রতিনিধিদেরও স্বাক্ষর করা হবে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ