বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই: শায়খে চরমোনাই গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ

শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীনের জানাজায় হাজারো মুসল্লির ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের প্রবীণ আলেম ও সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহি জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন এর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে তার হাজারো ছাত্র-ভক্ত ও সাধারণ মুসল্লিরা আসতে থাকেন। মুসল্লির ঢল নেমেছিল উত্তরপূর্ব সিলেটের কানাইঘাট উপজেলায়।

গতকাল শনিবার বিকেল ৩টায় কানাইঘাট চতুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, জামেয়া আহলিয়া মুহসিনিয়া দারুল হাদীস সুরাইঘাট মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক। পরে চতুল ঈদগাহ মাদরাসার পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, আঙ্গুরা মুহাম্মদপুরের মুহতামিম মাওলানা জিয়া উদ্দীন, জামেয়া দরগাহর মুহতামিম শায়খুল হাদিস মুহিহিব্বুল হক গাছবাড়ি, শায়খুল হাদিস আল্লামা নজির আহমদ ঝিংগাবাড়ি, জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, বহরগ্রাম মাদরাসার মুহতামিম হাফিজ এনামুল হক, জামিয়া দারুল কুরআনের শায়খুল হাদিস মাওলানা এহতেশামুল হক কাসিমী, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আহমদ কবির খলিল, মাওলানা খলিল আহমদ, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মাসুম আহমদসহ দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টায় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামে তাঁর নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৬ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের বরেণ্য এই আলেম মনীষা হযরত শায়খে কৌড়িয়া রাহ.এর প্রথম সারির খলিফা ছিলেন। উপমহাদেশের সর্বোচ্চ দীনি বিদ্যাপীঠ মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম থেকে ইলমে হাদিসের উচ্চশিক্ষা শেষ করে ১৯৭০ সাল থেকে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস হিসেবে অত্যন্ত সুনামের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত অধ্যাপনা করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের কওমি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন রাহ. সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার ৫ নং চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামের এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে মরহুম আলহাজ্ব কারী মাওলানা নিসার আলী রাহ. ও আলেমা মহিয়সী নারী মরহুমা মোছা. আয়েশা বেগম রাহ. এর ঔরশে ১৯৪৮ সালের সোমবার ১২ রবিউল আউয়ালে সোবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ