বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

স্কুল ছাত্রের জন্য নিজের চেয়ার ছেড়ে দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৩ এপ্রিল (মঙ্গলবার) তুরস্কের শিশু দিবস। ১৯২০ সাল থেকে প্রতি বছর ২৩ এপ্রিল দেশটিতে জাতীয় সার্বভৌমত্ব ও শিশু দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল দিবসটি পালিত হয় তুরস্কে।

তুরস্কের প্রেসিডেন্ট রজর তাইয়েব এরদোগান সেদিন বিভিন্ন স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট কমপ্লেক্সে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এরদোয়ান শিশুদের সঙ্গে আনন্দঘন মূহূর্ত কাটান। পাশাপাশি আগত শিশুদের সঙ্গে খোশ গল্প মেতে ওঠেন। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান শিশুদের উৎসাহ বাড়িয়ে দিতে হঠাৎ করেই ক্লাস সিক্সে অধ্যায়ণরত আওযান সুজে ইয়াতাকে নিজ চেয়ারে বসান। শিশুটিকে নিজের চেয়ারে বসিয়ে রেখেই শিশু দিবসের বক্তৃতা দেন এরদোয়ান।

শিশুদের উদ্দেশ্যে বক্তৃতায় এরদোগান বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন তোমরা তোমাদের মেধা ও মনন দিয়ে এ দেশ ও জাতিকে সর্বোচ্চ সুন্দর পথ দেখাবে। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বিশ্ব। তাই কখনো নিজেদের মনবল হারাবে না।

তিনি আরও বলেন, নিজেদের স্বপ্নপূরণে সকল বাধাকে অতিক্রম করতে হবে। মনে প্রাণে বিশ্বাস রাখবে, তোমরা পারবে। এ সময় বিশ্বের সকল শিশুর প্রতি শুভকামনা জানান এরদোয়ান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ