সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান

ক্যানসার আক্রান্ত লেখক সৈয়দ আব্দুল্লাহর পাশে দাঁড়ানোর আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্যাতিমান লেখক ও গবেষক সৈয়দ আব্দুল্লাহ ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি তার মলধারের টিউমার ও পাকস্থলির ক্যানসারজনিত প্রদাহ কেটে ফেলা হয়েছে। চিকিৎসকরা বলছেন, অপারেশন সফল। তবে একটানা তিন মাস চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে এবং ব্যয়বহুল কেমো থেরাপি নিতে হবে।

তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজের ৪০৬নং কেবিনে চিকিৎসাধীন।

কর্মজীবনে শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ সারাজীবন সাহিত্য গবেষণা করেছেন। পেনশনের সব টাকা ব্যয় করে গবেষণামূলক পুস্তক প্রকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তার পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।এজন্য সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতা চেয়েছেন তারা।

সৈয়দ আব্দুল্লাহর জন্ম হবিগঞ্জের বাহুবলে। মাসিক মদীনাসহ বিভিন্ন ম্যাগাজিনে দীর্ঘদিন পর্যন্ত তিনি নিয়মিত লেখালেখি করেছেন। তার রচিত কয়েক ডজন বই সর্বমহলে বেশ সমাদৃত। ইতিহাস ও গবেষণাধর্মী বেশ কিছু বই লিখে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

খ্যাতিমান এই লেখক ও গবেষক সুচিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তিনি সুস্থ হয়ে আবার লেখালেখি ও গবেষণাকাজে নিমগ্ন হতে চান। এজন্য তার চিকিৎসা ব্যয় নির্বাহে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লেখকের পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীরা।

সহযোগিতা করতে যোগাযোগ করুন লেখকের ছেলের সঙ্গে।  মোবাইল: ০১৭৩০ ৯৬১৭৯৮ [বিকাশ পার্সোনাল]

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ