শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

রাখাইনে বেসামরিকদের ওপর সেনা হামলায় জাতিসংঘের 'উদ্বেগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বুধবার রাখাইনে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে চালানো হামলায় ৬ রোহিঙ্গা নিহত ও অপর ৯ জন আহতের ঘটনায় এই উদ্বেগ জানালো সংস্থাটি।

সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি নামের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে সেনাবাহিনী। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বৌদ্ধ জাতিগোষ্ঠী থেকে আসা। সর্বশেষ বুধবার বুথিডাউং এলাকার একটি গ্রামে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে হেলিকপ্টার দিয়ে হামলা চালায় সেনাবাহিনী। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৬ জন নিহত ও অপর ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনারের নারী মুখপাত্র রাভিনা শামদাসানি বেসামরিক নাগরিকদের ওপর বিদ্রোহী ও সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বেসামরিক হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, বেপরোয়া গ্রেফতার, গুম, বেসামরিক এলাকায় নির্বিচার গুলি ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংসের গ্রহণযোগ্য খবর পাওয়া যাচ্ছে।

সরেজমিন সূত্রের বরাত দিয়ে রাভিনা জানান, বুধবার একটি গ্রামে হামলায় ৭ জন নিহত হয়েছেন। দুটি হেলিকপ্টার থেকে ধানক্ষেতে ও রাখালদের ওপর গুলি করা হয়েছে। আগের সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া কয়েক হাজার রোহিঙ্গা এই এলাকায় বাস করছেন।

মুখপাত্র বলেন, সম্প্রতি রাখাইন রাজ্যে সংঘর্ষ বৃদ্ধির ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের বেসামরিকদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় যখন মিয়ানমার সেনাবাহিনীর আগের অপরাধের বিচার নিশ্চিতে কাজ করছে, তখন তারা আবারও নিজেদের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধ হতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ