শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

তুরস্ক এস-৪০০ ক্রয়ে রাশিয়ার অর্থ পরিশোধ করেছে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্ক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্রয়চুক্তি ‍অনুযায়ি রাশিয়ার অর্থ পরিশোধ করেছে। যুক্তরাষ্ট্র যখন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়, তখন তারা এমন শর্ত দেয়নি।

আগামী সপ্তাহে মস্কো সফর নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনায় এস-৪০০ গুরুত্বপূর্ণ স্থান পাবে। যুক্তরাষ্ট্রের যুক্তি খুবই ভুল। আমরা এস-৪০০ চুক্তি শেষ করেছি। অর্থ পরিশোধও অব্যাহত রেখেছি।

রাশিয়া থেকে তুরস্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করতে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংকট তৈরি হয়েছে তুরস্কের।ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভিন্নমতের কারণে চলতি সপ্তাহের শুরুতে তুরস্ককে স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত যন্ত্রপাতি হস্তান্তর স্থগিত করে যুক্তরাষ্ট্র।

তুরস্ক যেন এস-৪০০ ক্রয়চুক্তি থেকে সরে আসে, সেই চেষ্টারই অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

তুরস্ককে দামি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে আগ্রহ দেখালেও এস-৪০০ কেনা থেকে সরে আসতে অস্বীকার জানিয়েছে তুরস্ক।

এক মার্কিন কর্মকর্তা বলেন, তুরস্কের রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় মার্কিন বাহিনীর জন্য একটা ভালো সুযোগ করে দেবে। এটা সত্যিই খারাপ বিষয় যে মার্কিন বাহিনীর সঙ্গে সহ-অবস্থান করা একটি ন্যাটো দেশের কাছে তাদের সরঞ্জাম বিক্রিতে তারা হতাশা বোধ করছে না।

এটি নিয়ে ঘাঁটাঘাটি করলে আমরা মূল্যবান গোয়েন্দা তথ্য পাব। এটি সত্যিই আমাদের জন্য বড় সুযোগ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ