রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

হাটহাজারীতে 'উম্মাহের বিপর্যয়, কারণ ও প্রতিকার' নিয়ে সেমিনার আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারীতে ‘উম্মাহর বিপর্যয়, কারণ ও প্রতিকার’ নিয়ে সেমিনার হবে আজ বৃহস্পতিবার। হাটহাজারী মডেল থানার সামনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিনারে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

এতে আরও বক্তব্য রাখবেন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহইয়া, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, দাওয়াহ বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল্লাহ নজীব, চট্টগ্রাম দারুল মা'আরিফ আল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল ড. আল্লামা জসিম উদ্দীন নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ শহিদুল হক, আরবী বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর কালভী, রাজনৈতিক বিশ্লেষক সগীর আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, ইঞ্জিনিয়ার রফিক, যুবনেতা মামুনুর রশিদ প্রমুখ।

এ ছাড়া, সেমিনারে বিশেষ প্রবন্ধ পাঠ করবেন প্রবন্ধকার ও ইসলামী রাজনীতি বিশ্লেষক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনার শেষে সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ