শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি দেলোয়ার হোসাইনের নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ রাজধানী মিরপুরে ১ এ অবস্থিত জামি'আ ইসলামিয়া দারুল ফালাহ-এর নতুন শিক্ষাবর্ষের প্রথম সবক প্রদান (ইফতিতাহ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদে আকবর কমপ্লেক্স এর মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেন, বড় আলেম হওয়া, ভালো চাকরী পাওয়া কিংবা মোটা অংকের বেতন পাওয়ার চিন্তা নিয়ে ইলম অর্জন করা যায় না। এসব চিন্তা ইলম অর্জনের পরিপন্থী। শিক্ষার্থীদের অন্তরে শুধুমাত্র একটি নিয়ত বদ্ধমূল থাকবে - ‘আমার আল্লাহর আদেশে আমি ইলম অর্জন করছি ।’

মুফতি দেলোয়ার হোসাইন বলেন,  আমার উস্তাদ  মুফতি তাকি উসমানী বলতেন, “দুনিয়া হল ছায়ার মত। ছায়ার পেছনে ছুটলে তা ধরা সম্ভব নয়। দৌড় দেয়ার গতি যত হবে, ছায়ার গতি তত হবে। বিপরীতে দৌড় দেয়ার দিক পরিবর্তন করে ছায়ার বিপরীতে যদি দৌড় দেয়া হয়, তাহলে ছায়াই ব্যক্তির পেছনে দৌড়ানো শুরু করেব।” এটাই দুনিয়ার উদাহারণ বলে তিনি যোগ করেন।

শিক্ষার্থীদের নিয়তে পরিশুদ্ধতা ও ইখলাস অর্জনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়া বিমুখতা অন্তরে ইখলাস ও নিয়তে পরিশুদ্ধতা সৃষ্টি করে। যা তালিবুল ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করছি, আল্লাহ আমাদের অন্তরকে উত্তম ইলম অর্জনের পাত্র হিসেবে কবুল করবেন।

আরও পড়ুন : পাকিস্তান গঠনের উদ্দেশ্য অর্জন হয়নি: মুফতি তাকি উসমানি 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ