রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’

মিয়ানমারের ৭ সেনার বিরুদ্ধে ইইউ ও কানাডার অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা মিয়ানমারের শীর্ষ স্থানীয় সাতজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে।

এর মধ্যে রয়েছে রাখাইনে মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা চালানো অভিযানের ইনচার্জ একজন জেনারেল। রাখাইনে সেনা ও মগদের নির্যাতন ও গণহত্যায় ১০ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে।

তবে এ অবরোধ ঘোষণার কিছুক্ষণ পর মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, অবরোধ আরোপ করা জেনারেলদের একজনকে সোমবারই বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, অভিযুক্তদের জন্য ইউরোপীয় ইউনিয়নে সফর নিষিদ্ধ এবং মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ বা সহযোগিতা বাতিল করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান ইউনিয়নের অবরোধের খবর প্রথম রিপোর্ট করা হয় এপ্রিলে। এর মধ্য দিয়ে ইউরোপিয় ইউনিয়ন তাদের কূটনৈতিক অবস্থানের পরিবর্তন করে।

মিয়ানমার গণতান্ত্রিক শাসনের দিকে ফেরার পর ২০১২ সালে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের ওপর থেকে তাদের অবরোধ বা বিধিনিষেধ স্থগিত করেছিল, কিন্তু এখন নতুন করে তা আবার আরোপ করা হলো।

হজের জন্য ম্যাসেডোনিয়া থেকে সাইকেলে ২ তরুণের যাত্রা

আওয়ার ইসলাম: হজ পালনের উদ্দেশ্যে অলবেনিয়ার দুই তরুণ ম্যাসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হয়েছেন।

২৩ জুন ম্যসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হন তারা। টেটোবো থেকে সৌদি আরবের দূরত্ব ৪৫৬৩ কিলোমিটার।

এই দুই সাইকেল আরোহী দীর্ঘ এই পথ অতিক্রম করে এক আকর্ষণীয় রেকর্ড গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সেনাদ ইদ্রিস এবং আমির আসলানি শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে হজের উদ্দেশ্য রওনা হয়েছেন।

উল্লেখ্য, ম্যাসেডোনিয়ার ইসলামি সংস্থা এ বছরে হাজিদের হজ যাত্রার খরচ ৪১০০ ইউরো নির্ধারণ করেছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ