রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিলেবাসে থাকছে মাওলানা আবুল ফাতাহ’র ‘দেওবন্দ আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিলেবাসে আগামী বছর বহাল থাকছে মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া লিখিত বই ‘দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান’।

সম্প্রতি বেফাকের সিলেবাস কমিটির মিটিংয়ে বইটি সিলেবাস থেকে বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা এখনই কার্যকর হচ্ছে না বলে জানা গেছে। এ কারণে আগামী বছরও আগের সিলেবাস মতোই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বিষয়টি আওয়ার ইসলামের কাছে স্বীকার করেছেন।

মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. লিখিত বইটি ১৯৯৮ সালে মাদরাসার ফজিলত শ্রেণিতে সিলেবাসভুক্ত করা হয়। মাওলানা আবুল ফাতাহ দীর্ঘদিন বেফাকের সহকারী মহসচিবের দায়িত্ব পালন করেন এবং মালিবাগ মাদরাসার মুহাদ্দিস ছিলেন।

বেফাকের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে আওয়ার ইসলামকে বলেন, রমজানের আগে কমিটির বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছিল। মাওলানা আবুল ফাতাহ’র বই ছাড়াও মেশকাত জামাত, ফতোয়া বিভাগে পরীক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। তবে রমজানে বৈঠক সম্ভব না হওয়ায় বিষয়গুলো আগের মতোই থাকছে।

অর্ডার করতে ক্লিক করুন

বইটি সিলেবাসে বহাল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাওরনা আবুল ফাতাহ ইয়াহইয়া রহ. এর ছেলে মাওলানা আনাম সাজিদ।

আওয়ার ইসলামকে তিনি বলেন, বইটি বহালের বিষয়ে সিদ্ধান্তটি আমরা জানতে পেরেছি। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর মেধাকে সর্বদা মূল্যায়ন করবে বেফাক।

বেফাকের সিলেবাস থেকে মাওলানা আবুল ফাতাহ রহ.’র বই স্থগিত

‘দেওবন্দ আন্দোলন’ স্থগিতে মিশ্র প্রতিক্রিয়া; আলেমদের অভিমত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ