শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

পরিশুদ্ধ হই এ মহিমান্বিত মাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চৌধুরী মনজুর লিয়াকত

শুরু হলো এক অসাধারণ মাস 'মাহে রমজান'। নীচের আয়াতগুলোর 'ভাবো এবং তাকাও' এর গভীরতা অনুসন্ধানে এ মাসটিকে ঘিরে নিজেকে খুঁজি একটু। খোঁজ করি এই পৃথিবী এবং বিশ্বজগতের মাঝে, ওই মহান নির্মাতার বিস্ময়কর নির্মাণশৈলীর অনুধাবনে।

দুটো পথ যে উন্মুক্ত আমার যা মানবীয় প্রবৃত্তি আর সত্তা ধারণ করে 'ভালো ও মন্দ' নামকরণে। তার আবার রয়েছে যেদিকে যেতে চাই তার উন্মুক্ততা (Free will)'। এ চিন্তনে যেদিকে খুশী পা ফেলতে পারি আমি, কারণ আমি তো স্বাধীন।

কিন্তু মন যে অনুরণন তূলছে আজ, এ মাসের সংযমে ওই পদক্ষেপগুলো অর্জন করুক সঠিক দিকনির্দেশনা, অর্জন হোক পরিশুদ্ধতা। এই তো চাওয়া আজ এই প্রথম রাতে, এ সংযম মাসের প্রারম্ভে।

"তাকাও সূর্য ও এর উজ্জ্বল কিরণের দিকে। তাকাও চাঁদের দিকে যখন তা সূর্যের আলোর প্রতিফলন ঘটায়। ভাবো দিন নিয়ে, যখন তা পৃথিবীর সবকিছুকে দৃশ্যমান করে।

আর ভাবো রাতের কথা, যখন তা সবকিছুকে আঁধারে ঢেকে দেয়। তাকাও নভোমণ্ডলের দিকে, ভাবো এর নির্মাতার বিস্ময়কর নির্মাণশৈলী নিয়ে!

তাকাও জমিনের দিকে, ভাবো তাঁর কথা, যিনি একে বিস্তীর্ণ ও বৈচিত্র্যে বর্ণিল করেছেন। তাকাও মানবীয় প্রকৃতি ও সত্তার দিকে (মন ও প্রবৃত্তির দিকে), যাকে প্রয়োজনীয় সবকিছু দিয়ে সুবিন্যস্ত করা হয়েছে। তারপর তাকে ভালো ও মন্দ কাজের (পাপ-পুণ্যের) সমস্ত জ্ঞান দান করা হয়েছে।

অতএব যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে-ই সফল। আর যে নিজেকে কলুষিত করেছে সে-ই ব্যর্থ" (সূরা শামস, আয়াত ১-১০)।

আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ