বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি এক সাংবাদিক। তার নাম ইয়াসির মুরতাজা। গাজা উপত্যাকায় ফিলিস্তিনিদের বিক্ষোভের ওপর ইসরাইলি সেনারা গুলি চালায়। এতে তিনি নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা বলেছে। এতে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলাকালে সাংবাদিক ইয়াসির গুলিবিদ্ধ হন।

তিনি গাজাভিত্তিক আইন মিডিয়া এজেন্সির ফটোগ্রাফার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনার পর ইয়াসিরের রক্তাক্ত দেহের একটি ছবি ধারণ করেন এএফপির একজন সাংবাদিক। এ সময় তার বুকে প্রেস লেখা বিশেষ পোশাক পরা দেখা যায়। তখনও তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর পর শনিবার জানানো হয় তিনি মারা গেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে। বলা হয়েছে, নিহত এই ব্যক্তি ২০ বছর বয়সী হামজা আবদেল আল। তাকে মধ্য গাজার আল বুরেজিতে গুলি করা হয়েছিল। শুক্রবার থেকে এ নিয়ে গাজায় ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো নয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ