সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মোদির বিরুদ্ধে আবারো বিদেশে তথ্য পাচারের অভিযোগ রাহুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আবারও বিদেশে (মার্কিন যুক্তরাষ্ট্র) তথ্য পাচারের অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সরকারি ‘নমো অ্যাপ’ এর মাধ্যমেই নিজের ক্ষমতার অপব্যাবহার করে 'কয়েক কোটি ভারতীয় নাগরিকের ডেটাবেস' দিয়ে নিজের (মোদি) ব্যক্তিগত ডেটাবেস তৈরি করছেন বলেও অভিযোগ রাহুলের।

বিজেপির পক্ষ থেকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সিঙ্গাপুরভিত্তিক একটি সংস্থাকে তথ্য পাচারের অভিযোগ তোলার পরই সোমবার মোদির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন রাহুল।

মোদির ওপর ক্ষোভ প্রকাশ করে ট্যুইটে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি ভারতের সাথে যোগাযোগ করার জন্য প্রযুক্তি ব্যবহার করতে চান তবে কোন সমস্যা নেই। সেক্ষেত্রে সরকারি প্রাইম মিনিস্টার অফিস (পিএমও) অ্যাপস ব্যবহার করুন। কিন্তু নমো অ্যাপসে ব্যবহৃত তথ্য ভারতের নাগরিকের, এটা মোদির নয়’।

রাহুল আরও জানান, ‘মোদি’র নমো অ্যাপ গোপনীয়ভাবে অডিও, ভিডিও এবং আপনার বন্ধু ও পরিবারের কনটাক্ট নম্বর এমনকি জিপিএস-এর মাধ্যমে আপনাদের অবস্থানও রেকর্ড করে রাখবে। তিনি (মোদি) হলেন বিগ বস, যে ভারতীয়দের ওপর চর বৃত্তি করতে ভালবাসেন’।

নিজের ট্যুইটে হ্যাসট্যাগ ‘ডিলিট নমো অ্যাপ’ লিখে রাহুল জানান, ‘তিনি (মোদি) এখন শিশুদের তথ্যও চাইছেন। প্রায় ১৩ লাখ ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) সদস্যদের এই অ্যপটি ডাউনলোড করতে বাধ্য করা হয়েছে।

এদিকে, রাহুলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্য জানান, ‘বিজেপি নয়, বরং কংগ্রেসই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সিঙ্গাপুরে পাচার করছে’।

এর আগে, গতকাল রবিবারই সরকারি মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থাকে পাচারের জন্য মোদির বিরুদ্ধে অভিযোগ তোলেন রাহুল।

টুইটারে মোদিকে কটাক্ষ রাহুল জানান, ‘হাই, আমার নাম নরেন্দ্র মোদি। আমি ভারতের প্রধানমন্ত্রী, যখনই আপনি আমার সরকারি অ্যাপের সাথে যুক্ত হবেন, আমি আমেরিকার সংস্থাতে থাকা আমার বন্ধুদের কাছে সব তথ্য পাঠিয়ে দেব’।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ