মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

এই প্রথম নিউ জার্সিতে মসজিদ নির্মাণের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বয়োনে শহরে প্রথম একটি মসজিদ নির্মাণের জন্য  অনুমোদন দিয়েছে শহর কর্তৃপক্ষ।

বয়োনে শহরের একটি পরিত্যক্ত গুদামকে মসজিদ ও ইসলামি কমিউনিটি সেন্টারে রূপান্তর করার প্রচেষ্টা দুই বছর আগে শুরু হয়। শুরুতে রাজ্যের স্থানীয় সরকার থেকে এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা হয়। এরপর মুসলমান কমিউনিটি এর বিরুদ্ধে মামলা দায়ের করলে দুই বছরের প্রচেষ্টার পর গত সোমবার এই অনুমোদন দেয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, মসজিদটি নির্মাণ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মুসলিম ধর্মের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয় এবং তারপর এটি নির্মাণের পক্ষে-বিপক্ষে মত গ্রহণের জন্য অন্যায়ভাবে শহরের জোনেটিং বোর্ড কর্তৃক ভোটে দেয়া হয়।

মুসলিম আইনজীবী আদেল মঞ্জি ‘দ্য জার্সি জার্নাল’কে বলেন, ‘জোনিং বোর্ডের পক্ষ থেকে সর্বসম্মত অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত এবং শহরের প্রথম মসজিদের পক্ষ থেকে বয়োনের সকল ধর্মের বাসিন্দাদের স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়েছি।’

মসজিদটি নির্মাণ প্রচেষ্টার বিরুদ্ধে বিভিন্নভাবে বাধা দেয়া হয়। এর মধ্যে রয়েছে ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনা উল্লেখ করে প্রচারপত্র বিলি করা, মুসলিম মালিকানাধীন ব্যবসা-প্রতিষ্ঠান বয়কটের জন্য আহ্বান জানানো এবং গির্জার দেওয়ালে মুসলমান বিরোধী পোস্টার সাঁটানো হয়।

এসব প্রচারপত্রে বলা হয়েছিল, ‘সেভ বয়োনে বা বয়োনেকে রক্ষা করুন’ এবং ‘মসজিদ নির্মাণ বন্ধ করো’ ইত্যাদি। শহরের চারপাশে এসব প্রচারপত্র বিলি করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ