সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


'খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তাকে (খালেদা জিয়া) কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা অলিক স্বর্গে বাস করছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশদলীয় জোটের অংশ জাতীয় পার্টি কর্তৃক অায়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের’ দাাবতে অালোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছেন, অাওয়ামী লীগকে ক্ষমতা রাখার দায়িত্ব নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তাদের একমাত্র কাজ সরকারের গদি রক্ষা করা। তারা অার কারো কথা শুনবে না, শুনতেও চায় না। তারা চায় না নির্বাচনে সব দলকে সমান সুযোগ দিতে।
এসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি অাই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে বিশদলীয় নেতারা বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ