মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


জর্ডানে বাংলাদেশের প্রতিনিধি মারকাজুত তাহফিজের গাজী আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর জর্ডান বিশ্ব কুরআন প্রতিযোগীতায় বাংলাদেশের পক্ষে বিশ্বের সাথে লড়তে আজ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হাফেজ গাজী আবদুল্লাহ।

সে হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীস্থ সাইনবোর্ডের একাধিকবার বিশ্বসেরা পুরস্কারপ্রাপ্ত হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র।

গাজী আবদুল্লাহ গত বছর দুবাইয়ে ১০৩ টি দেশকে পেছনে ফেলে দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুম এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করে।

বরাবরের মতো এবারও গাজী আবদুল্লাহর বিশ্ব জয়ের অপেক্ষয় বাংলাদেশেরর অসংখ্য কুরআনপ্রেমী।

উল্লেখ্য কয়েক দিন আগে ও কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের হাফেজদের পরাজিত করে নেছার আহমাদ আন নাছিরীর আরেক ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি ২য় স্থান অর্জন করে।

এছাড়াও এ মাদরাসার ছাত্ররা সৌদিআরবে ৭ বার , মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরান ৫ বার, কুয়েত ২ বার, কাতার ১ বার, গাম্বিয়া ১ বার, বাহরাইন ১ বার, দুবাই ৩ বার ও জর্দানে ৭ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আলোকিত করেছে এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এন টিভি, বাংলাভিশন, আর টিভি, মাছরাঙা টিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকরে আসছে নিয়মিত।

আরও পড়ুন: সঙ্গীত থেকে ওয়াজের মাঠে জনপ্রিয় হয়ে উঠা তিন তরুণ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ