সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান

কিশোরগঞ্জে দিশারীর হামদনাত ও গজল মাহফিল আগামিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক হাফেজ মাওলানা কারী যুবায়ের আহমেদের উপস্থানায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ সভাপতি কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক আল্লামা আনোয়ার শাহর সভাপতিত্বে বৃহস্পতিবার।

১ মার্চ বেলা তিনটা হতে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে মহাম স্বাধীনতার মাসে দিশারী সাহিত্য সংস্কৃতিক ফোরামের হামদ মাত ও গজল মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা বিভাগের পরিচালক সৈয়দ আশরাফুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক
তরফদার মোঃ আক্তার জামিল।

অনুষ্ঠানে অথিতি শিল্পি হিসেবে থাকবেন আসহাব উদ্দিন আল আজাদ,  কলরবের আমিনুল ইসলাম মামুন এবং সিফাতুল্লাহ জামী।

আরো গাইবেন দিশারীর পরিচালক শরিফ জামী, বুরহান জামী,বদরুল ইসলাম ইমরান,জাহাঙ্গীর আব্বাদ,আবুউবাইদা, শামসুলইসলাম,মাসুম জামী,কামরুল ইসলাম,যোবায়ের হাসান কিশোর,সাজ্জাদ মাহমুদ রজিন,হাবিবুল্লাহ মুরাদ।

কিশোর শিল্পীদের মাঝে গাইবেন সাইদ বিন সাইফ,,ইরফান মাহমুদ রিফাত,আবু নাইম,আবু তৈয়ব, সাইয়েদ,মনিরুজ্জামান হিশাম,ফজলে রাব্বানি,শাহরিয়ার আতিক,সালমান বিন আতহার,আবির মাহমুদ আতিক,মিজানুর রহমান,মাসুম বিল্লাহ,নাহিদুল ইসলাম অলি,আব্দুল্লাহ আল মুবিন, ওয়ালি উল্লাহ,জাহিদুল ইসলাম রফিক, রহমতুল্লাহ কাজল,আব্দুল্লাহ শাকির, আল মামুন,মামুন আহসান,এনামুল হক,মুবারক হুসাইন,নৌশাদ,শরীফ আহম্মেদ এবং মুস্তফা সহ প্রমুখ।

উল্লেখ্য যে ২০০৪ সালে কিশোরগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত হয় দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরাম। সেই সাথে দিশারীর ১৪ বছর পদার্পণ উপলক্ষে এই প্রথম মহান স্বাধীনতার মাসকে ঘিরে আয়োজিত হতে যাচ্ছে হামদ নাত গজল মাহফিল।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ