শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

শহিদ রফিক,বরকত,সালামের সাক্ষাতকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ফুল দিতে যাচ্ছিলাম শহীদ মিনারে।

পথআগলে দাঁড়ালো  রফিক , সালাম , বরকত ,

¤ রফিক -- কই যাও?
¤ আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল দিতে।
¤ সালাম -- ফুল!! ফুল দিয়ে কি হবে?
¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল।
আপনাদের আত্মা শান্তি পাবে।
¤বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও
লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া  করেছো??
¤ আমি -- জি…না, মানে…!!!
¤ রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?
¤ আমি -- জি, কোটি টাকার উপরে তো হবেই।
¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে?
¤সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে,  দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ?
¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব?
¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি উস্কে দিয়ো না। ওদের বলে কোন লাভ নাই, কিছু বুঝাইলেও বুঝবে না। মনে যা চাইবে তাই করবে...

মনটা খারাপ হয়ে গেল। বাসায় ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাবো না। পারলে আল্লাহর কাছে প্রার্থনা করবো, তাদের উত্তম পুরস্কারটা যেন জান্নাত হয়। একবার সুরা ফাতেহা অার তিনবার সুরা ফালাক পড়লেও আমার অনেক অনেক সোয়াব হতো সাথে তাদের আত্মার শান্তি হতো।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা,রাসূলের আদর্শ ) আজ হয়তো অনেকেই দেখা যাবে, খুব সকালে ঘুম থেকে উঠবে কিন্তু ফজরের নামাজ নাই, শহীদ স্মরণে তাদের রূহের মাগফেরাত বা তাদের জন্য প্রার্থনা নাই, রওনা হবে ফুল নিয়ে শহীদ স্মরণে। আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন!!

সংগ্রহিত/ আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ