বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

ব্যক্তিগত বিরোধে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যক্তিগত বিবাদের জের ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপরে সংঘর্ষে আহত হয়েছে কলেজ শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ ‍যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলী।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, চার দিন আগে ঢাকা কলেজে অধ্যয়নরত রাজবাড়ী জেলার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাদারীপুর জেলার কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

পরে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম জোহা, এইচ এম আকমাল হোসাইন ও ফুয়াদ হাসানের নেতৃত্বে মাদারীপুরের নেতাকর্মীরা রড, লাঠি নিয়ে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের ওপর হামলা করেন। দুই পক্ষের মারামারি থামাতে গেলে কলেজ ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলীর ওপর হামলা করা হয়।

আহত আইয়ুব আলী বলেন, ‘উভয়ের মধ্যে মারামারি ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে আসি। পরে সিনিয়র হিসেবে বিষয়টি সমাধান করতে গেলে, তারা আমাকে ‍ক্যাম্পাসের পুকুরপাড়ে নিয়ে ঘিরে ধরে।

এরপর রড, লাঠি দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে। পরে রাজবাড়ীর নেতাকর্মীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

বিষয়টি জানতে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম জোহা, এইচ এম আকমাল হোসাইন ও ফুয়াদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ