শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মাওলানা আবদুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী: আযাদ দ্বীনি এদারা বোর্ডের দীর্ঘদিনের মহাসচিব মাওলানা আব্দুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে হেফাজত মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনগরী (হাঃ) গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী গোটা বাংলাদেশের আলিম সামাজের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। তার ইন্তেকালে আমি মনে করি উলামা সমাজ একজন আত্মমর্যাদাশীল গুনি আলেমকে হারালেন।

দোয়া করি আল্লাহ তায়ালা হজরতের দ্বীনি এলমী খেদমতকে কবুল করুন, জান্নাতের উঁচু মাকামে অধিষ্ঠিত করুন। তাঁর কবর রহমতের অফুরান বারিধারায় সিক্ত করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সাবরে জামিল দান করুন।

‘আলেম সমাজ মাঠে নামলে আপনি পালাবার সুযোগ পাবেন না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ