বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

জাবিতে ৩ ছাত্রীর বিরুদ্ধে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীর বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই তিন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র।

রোববার প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দুটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্র।

লিখিত অভিযোগে ওই ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানান, ২২ নভেম্বর পুরাতন কলা ভবনের পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে আপত্তিজনকভাবে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শের মাধ্যমে তাকে যৌন নির্যাতন চালান এবং অশ্লীল ভাষায় বিভিন্ন কথা বলেন। এরপর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত অর্থো বলেন, যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি, তবে সে সিনিয়রদের সাথে দুর্ব্যবহার করায় তাকে শাসন করা হয়েছে।

চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় খতিয়ে দেখতে পারিনি।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠিয়ে দেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ