বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নিপীড়িত রোহিঙ্গাদের জন্য ত্রাণ যাচ্ছে গ্রাম থেকেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু নাঈম আশরাফ: স্মরণকালের ভয়াবহ নির্যাতন-নিপীড়নের শিকার আরাকানের রোহিঙ্গা মুসলিমরা৷ বার্মা সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা এসে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশে৷

বাংলাদেশ সরকারও এবার যথেষ্ট আন্তরিকতা দেখিয়ে খুলে দিয়েছে সীমান্ত৷ ফলে, নৃশংসতা শুরুর পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা দলে দলে আসছে বাংলাদেশে৷ শরণার্থীদের সংখ্যা এরই মধ্যে চার লাখ ছাড়িয়ে গেছে বলে জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো৷

রোহিঙ্গাদের সাহায্যের জন্য বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্র উদ্যোগী হলেও, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দল ও সংগঠনও ব্যাপকভাবে চালাচ্ছে ত্রাণ কার্যক্রম৷ কোথাও ব্যক্তিগতভাবে, কোথাও আবার দলীয় ও সাংগঠনিক ব্যানারে আপামর জনসাধারনের কাছ থেকে সংগ্রহ করা হচেছ ত্রাণসামগ্রী৷ থেমে নেই গ্রামীণ জনগোষ্ঠীও৷

সামর্থবান থেকে শুরু করে গ্রামের হতদরিদ্ররাও স্বতঃস্ফূর্তভাবে দান করছেন রোহিঙ্গা মুসলিম ভাইবোনদের দু'মুঠো অন্ন যোগান কাজে৷

ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জ থেকেও যাচ্ছে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী৷ জেলার কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, মাওলানা আব্দুল কাদিরের সার্বিক তত্ত্বাবধানে, শহরের বিভিন্ন স্থানে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম৷

মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আওয়ার ইসলামকে জানান, মাওলানা মূসা কাসেমীর নেতৃত্বে এই মূহূর্তে তাদের একটি টিম ত্রাণ নিয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবস্থান করছেন৷ বিতরণ শেষে আজই তাদের ফেরার কথা রয়েছে৷ এরপর আগামী সোমবার আরো একটি প্রেরণের জোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷

মাওলানা আব্দুল কাদির জানান, এর আগে গতবছর সহিংসতা শুরু হওয়ার পর থেকে গত রমজান পর্যন্ত তারা প্রায় ৫০ লক্ষ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছেন৷ এরমধ্যে রয়েছে নগদ টাকা, সবধরণের খাদ্যসামগ্রী ও কাপড়চোপর রয়েছে৷ এছাড়া বেশ কটি টিউবয়েলও বসানো হয়েছে৷

এদিকে জেলার ফতুল্লা থানায় পৃথকভাবে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম৷ আলইমদাদ পাঠাগার ও সমাজসেবা সংস্থা এবং মুসাফিরের কাফেলা নামের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এ সংগ্রহাভিযান চালাচ্ছে৷

এ বিষয়ে জানতে চাইলে মুসাফিরের কাফেলার কর্ণধার ওমর বিন আব্বাস আওয়ার ইসলামকে বলেন, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ তৎপরতা চালাচ্ছি৷ ইতোমধ্যেই আমরা উভয় সংগঠনের পক্ষ থেকে লিফলেট ছেপে বিতরণ করছি এবং মোট দশটি পয়েন্টে জনসাধারণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছি৷'

ওমর বিন আব্বাস জানান, গত নভেম্বর-ডিসেম্বরজুড়ে যখন বার্মা বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের দমন-পীড়ন শুরু হয়, তখনো তারা ত্রাণ সংগ্রহ করে পাঠিয়েছিলেন৷

তিনি বলেন, সেবার আমরা এক লক্ষ বিশ হাজারেরও বেশি নগদ টাকা, ৩৪ বস্তা চাল এবং প্রায় ৩০ টন নতুন-পুরাতন শীত বস্ত্র হাটহাজারী মাদরাসা মারফত বিতরণ করেছি৷

এছাড়াও নারায়ণগঞ্জ থেকে আরো অন্তত পাঁচ-ছয়টি টিম শরণার্থী ক্যাম্পগুলোতে ত্রাণ করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷

এসব ছাড়াও প্রতিটি জেলা উপজেলাভিত্তিক তরুণদের সমাজসেবামূলক সংগঠন বা মাদরাসা স্কুলগুলো নিজেরা ত্রাণ সংগ্রহ করে পাঠাচ্ছে রোহিঙ্গা অঞ্চলে। মানবিক বিপর্যয়ের এ মুহূর্তে তরুণ ও তৃণমূল সমাজের এগিয়ে শুভ লক্ষণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ