রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য

দারুল উলুম দেওবন্দে উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী; রাজনৈতিক মহলে গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী নাসিম উদ্দিন সিদ্দিকী তার মন্ত্রিত্বের মেয়াদ ফুরানোর পর আজ সকালে সাক্ষাত করলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানীর সঙ্গে৷ ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে৷

কেউ কেউ বলছেন, রাজনৈতিক চাল হিসেবে তিনি দেওবন্দ গেছেন। আবার কেউ কেউ বলছেন, এর বিপরীত কিছু৷ তবে সাবেক এ মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন দেওবন্দে আসার অনেক শখ ছিল, সে কারণেই আসা।

দারুল উলুম দেওবন্দের মুহতামিমের সঙ্গে সাক্ষাতকালে কুশল বিনিনয়ের পরই তিনি জানান, ছোটবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি দেওবন্দের কথা৷ যার ফলে মনের একটি চাহিদা ছিলো মৃত্যুর পূর্বে একবার হলেও দেওবন্দ দেখতে আসা৷ এতদিন কাজের ব্যস্ততায় সে সুজোগই পাইনি৷ এখন কর্মব্যস্ততা আগের চেয়ে কম৷ তাই সময় করে দেখতে ছুটেই এলাম স্বপ্নের দারুল উলুম দেওবন্দ৷ এখানে আসার মূল উদ্দেশ্যই হল অন্তরের প্রশান্তি৷ আমি নিদ অন্তরের প্রশান্তির জন্যই ছুটে এসেছি দেওবন্দে৷ ভিন্ন কোনো মাকসাদ নেই আমার৷

দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী জানান, দেওবন্দ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়৷ তাই দল মত নির্বিশেষে সবার জন্য খোলা দেওবন্দের দরজা৷ নির্বাচনের প্রাক্কালে আমরা সর্বদিক থেকে সতর্ক থাকি যেনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমাদের প্রতিষ্ঠানের কারো যোগাযোগ না থাকে! তবে ওই সময়ও দেওবন্দের দরজা উন্মুক্ত থাকে সবার জন্য৷

তিনি আরো জানান, দারুল উলুম দেওবন্দর সম্পর্ক কেবল পড়ালেখা ও শিক্ষা-দীক্ষার সাথে৷ কোনো রাজনৈতিক মত লালন করে না দারুল উলুম দেওবন্দ৷ আর এই কারনেই পুরো বিশ্বে উম্মুল মাদারিস হিসেবে একক অবস্থানে রয়েছে দারুল উলুম দেওবন্দ৷ উপরন্তু দারুল উলুম সকল ইসলামপন্থীদের জন্য কল্যান ও সফলতার কামনা করে৷

উল্লেখ্য, নাসিম উদ্দিন সিদ্দিকী ছিলেন উত্তর প্রদেশের বর্তমান প্রধান বিরোধী দল বিএসপি’র জেনারেল সেক্রেটারী এবং ২০১২-২০১৬ সেশনের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ গত মার্চ ২০১৭ তে উত্তর প্রদেশে নির্বাচন হলে বিজেপি ক্ষমতায় আসে এবং বিএসপি হয় প্রধান বিরোধী দল৷ নির্বাচন প্রাক্কালে দলীয় কোন্দলে দল থেকে ইস্তেফা দেন নাসিম উদ্দিন সিদ্দিকী৷

দেওবন্দের দ্বিতীয় মুহতামিম মাওলানা রফি উদ্দিন রহ.

গাজীপুর-২ আসনে নির্বাচন করবেন গাজী আতাউর রহমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ