শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

প্রধানমন্ত্রীর সাথে আলেমদের বৈঠক; দ্রুত স্বীকৃতির কাজ শেষ করার তাগিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: প্রধানমন্ত্রীর সঙ্গে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার প্রতিনিধিদের সাক্ষাৎ হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দ্রুত সংসদে উত্থাপন ও আইন করার অনুরোধ জানিয়েছেন। রোববার দুপুর ১২ টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী আলেমদের আশ্বাস দেন, খুব দ্রুত আলেমদের ইচ্ছে অনুযায়ী যেন স্বীকৃতির বিষয়টি সমাধা হয়। এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রণালয়কেও নির্দেশ দেন বলে জানায় বৈঠক ‍সূত্র।

দুপুর ১২ টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় ১টায়।

জানা যায়, বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রদিনিধি দলে ছিলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল বাছেস বরকতপুরী, মুফতি নূরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলামও মাওলানা উসামা আমিন।

বৈঠকে আল্লামা শাহ আহমদ শফীর পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। যাতে কওমি মাদরাসা শিক্ষার ঐতিহ্য অবদান ও স্বকীয়তার কথা বিস্তারিত উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর সামনে আলোচনায় আলেমগণ কওমি মাদরাসার স্বীকৃতি আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনেই দেয়ার আহবান জানান। স্বীকৃতির জন্য অন্য কোনো ইউনিভার্সিটির মধ্যস্ততা যেন না থাকে সেটিও অনুরোধ করেন তারা।

কওমি স্বীকৃতির আইনি অনুমোদনের জন্য সংসদে প্রধানমন্ত্রীর সাক্ষাতে যাচ্ছেন আলেমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ