শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

মোনাজাত না ধরার প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদে নামাজের পর মোনাজাত না ধরার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় মসজিদ কমিটির সাধারণ নিহত হয়েছেন।

নিহতের নাম নূর হোসেন। এ সময় নিহতের বড় ভাই জাকির হোসেনও আহত হন। এ ঘটনায় আজ শনিবার সকালে মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের ঈমামকে আটক করে পুলিশ

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদের ঈমাম মো. আল আমিন নামাজের পর অন্য ঈমামদের মতো মোনাজাত ধরতেন না।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে জিজ্ঞাসা করলে ঈমাম উত্তেজিত হয়ে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় ঈমামের পক্ষ ও কমিটির পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এর জের ধরে রাতে তারাবির নামাজের পর ঈমামের পক্ষ নিয়ে স্থানীয় দেলোয়ারসহ কয়েকজন মাথায় লাল ফিতা বেঁধে দুই ভাইকে বেধড়ক মারধর করেন। ঈমাম আল আমিন চাঁদপুরের বিশ্বপুর গ্রামের মো. দুলালের ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে মসজিদের ইমামের পক্ষ নেওয়া লোকজনের হামলায় ওই দুই ভাই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নূর হোসেনেকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে মারা যান তিনি। নিহত নূর হোসেন স্থানীয় মৃত রফিক উল্লাহর ছেলে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, 'পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। লক্ষ্মীপুর মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, 'নিহত নূর হোসেনের লাশ ঢাকা থেকে নিয়ে আসলে ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মসজিদের ঈমামকে আটক করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ