সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রামে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নুরানী হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর (মক্তব বিভাগ) ছাত্র ছিলো।

গত বৃহস্পতিবার বিকেলে ওই তিন শিক্ষার্থী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো ছাটবাড়ি গ্রামের আবু বক্করের পুত্র শাহ আলম (১২), খোকা মিয়ার পুত্র জহুরুল হক (১১) এবং ফজলার রহমানের পুত্র দুখু মিয়া (১১)। তিনজনই ওই মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানান, রাতে মাদরাসার থেকে পড়াশুনা করে শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো ওই তিন শিক্ষার্থী একত্রিত হয়ে বিকেল ৫টার দিকে মাদরাসায় যায়। রাতে পরিবারের লোকজন তাদের খাবার দিতে গেলে জানতে পারে মাদরাসায় তারা উপস্থিত নেই। পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও সন্ধান মেলেনি।

মাদরাসার শিক্ষক আজিজার রহমান জানান, সকালে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী তাদের মাদরাসারআশেপাশে দেখেন। কিন্তু রাতে তারা আসেননি বলেও জানান তিনি। এদিকে পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজ সংবাদ এলাকায় মাইকিং করে জানানো হয়।

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাকিউল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি এখনো কেউ অভিযোগ কিংবা জিডি করেনি। ’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ