মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

কুড়িগ্রামে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নুরানী হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর (মক্তব বিভাগ) ছাত্র ছিলো।

গত বৃহস্পতিবার বিকেলে ওই তিন শিক্ষার্থী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো ছাটবাড়ি গ্রামের আবু বক্করের পুত্র শাহ আলম (১২), খোকা মিয়ার পুত্র জহুরুল হক (১১) এবং ফজলার রহমানের পুত্র দুখু মিয়া (১১)। তিনজনই ওই মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানান, রাতে মাদরাসার থেকে পড়াশুনা করে শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো ওই তিন শিক্ষার্থী একত্রিত হয়ে বিকেল ৫টার দিকে মাদরাসায় যায়। রাতে পরিবারের লোকজন তাদের খাবার দিতে গেলে জানতে পারে মাদরাসায় তারা উপস্থিত নেই। পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও সন্ধান মেলেনি।

মাদরাসার শিক্ষক আজিজার রহমান জানান, সকালে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী তাদের মাদরাসারআশেপাশে দেখেন। কিন্তু রাতে তারা আসেননি বলেও জানান তিনি। এদিকে পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজ সংবাদ এলাকায় মাইকিং করে জানানো হয়।

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাকিউল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি এখনো কেউ অভিযোগ কিংবা জিডি করেনি। ’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ