শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

কুড়িগ্রামে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নুরানী হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর (মক্তব বিভাগ) ছাত্র ছিলো।

গত বৃহস্পতিবার বিকেলে ওই তিন শিক্ষার্থী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো ছাটবাড়ি গ্রামের আবু বক্করের পুত্র শাহ আলম (১২), খোকা মিয়ার পুত্র জহুরুল হক (১১) এবং ফজলার রহমানের পুত্র দুখু মিয়া (১১)। তিনজনই ওই মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানান, রাতে মাদরাসার থেকে পড়াশুনা করে শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো ওই তিন শিক্ষার্থী একত্রিত হয়ে বিকেল ৫টার দিকে মাদরাসায় যায়। রাতে পরিবারের লোকজন তাদের খাবার দিতে গেলে জানতে পারে মাদরাসায় তারা উপস্থিত নেই। পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও সন্ধান মেলেনি।

মাদরাসার শিক্ষক আজিজার রহমান জানান, সকালে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী তাদের মাদরাসারআশেপাশে দেখেন। কিন্তু রাতে তারা আসেননি বলেও জানান তিনি। এদিকে পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজ সংবাদ এলাকায় মাইকিং করে জানানো হয়।

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাকিউল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি এখনো কেউ অভিযোগ কিংবা জিডি করেনি। ’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ